৭নং ওয়ার্ড নাগরিক ফোরামের কুরবানীর গোশত বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:৫৫:০৪ অপরাহ্ন
নাগরিক ফোরাম ৭নং ওয়ার্ডের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে। চলতি বছর কুরবানীতে ফোরামের কার্যনির্বাহী সদস্যদের সহযোগিতায় ২টি গরু কুরবানী দেয়া হয়। এসব গোশত ৭নং ওয়ার্ডসহ নগরীর সুবিধবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম ৭নং ওয়ার্ড সিলেটের প্রধান উপদেষ্টা শহীদ আহমেদ চৌধুরী সাজু, মাস্টার আবুল কালাম, আমেরিকা প্রবাসী বিশিষ্ট লেখক আজিজুর রহমান সুন্দর ও নাগরিক ফোরামের সভাপতি সাজিদ আহমেদ চৌধুরী রানা, সাধারণ সম্পাদক কাজী মিজান, সহ-সভাপতি ইমরান আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সহ-সভাপতি নাঈম শেহজাদ, সাংগঠনিক সম্পাদক রাকেল আহমেদ ও ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় নাগরিক ফোরাম সভাপতি সাজিদ আহমেদ চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক কাজী মিজান বলেন- এই ঈদে আমাদের লক্ষ্য ছিল একটিই-সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া।
এ বছরের কোরবানিতে ফোরাম-এর কার্যনির্বাহী সদস্যদের ও সহযোগিতায় মোট ২ টি গরু কোরবানি করা হয়। যা দুই শতাধিক পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিতে পেরেছি-এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এজন্য সকল সদস্য, দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা নিঃস্বার্থভাবে এই উদ্যোগকে সফল করেছেন। বিজ্ঞপ্তি