৩ ঘন্টা পর সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:৫৬:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দীর্ঘ ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৪টা ২০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। মেরামতের ফলে টানা ৩ ঘন্টা পর ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেল যাত্রীদের অভিযোগ- সিলেটে যাওয়ার জন্য তারা শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করে টিকেটও রিফান্ডে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন তারা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান- নোয়াপাড়া স্টেশন থেকে ১২:৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসেবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১টা ২৫ মিনিটে পৌছানোর কথা ছিলো। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ ৩ ঘণ্টা সাময়িক বন্ধ থাকে। মেরামতের পর বিকাল ৪টা ২০ মিনিটের দিকে যোগাযোগ স্বাভাবিক হয়।