সিলেটে ঈদে ২ পর্যটকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৯:০৫:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঈদুল আযহার ছুটিতে সিলেটের পর্যটন স্পটে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার (১১ জুন) সিলেটের গোয়াইনঘাট জাফলং পর্যটন স্পটে মাহিন (১৫) নামের একজন কিশোরের মরদেহ পানিতে ভেসে উঠে। এর আগে গত সোমবার (৯ জুন) কোম্পানীগঞ্জ সাদাপাথর পর্যটন স্পটে পানিতে ডুবে ইমন (১৬)নামের আরেক কিশোরের মৃত্যু ঘটে।
জানা গেছে, ঈদুল আযহার ছুটিতে সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকের ঢল নামে। এসময় অসাবধানতায় পানিতে ডুবে দুই কিশোরের সলিল সমাধি ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পটে সাদাপাথরে পর্যটক মৃত্যুর একদিন পর গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে আরো এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম মাহিন (১৫)। সে চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক তরুণকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন। মাহি তার বন্ধুদের সাথে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, বুধবার দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
এদিকে এর একদিন আগে সোমবার (৯ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথরে পানিতে ডুবে ইমন (১৬) নামে এক পর্যটকের মৃত্যু ঘটে। সে সিলেট সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড় এলাকার জামাল মিয়ার ছেলে।
স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (৯ জুন) দুপুরে ইমন তার কয়েকজন বন্ধুর সাথে সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।