বড়লেখায় নিসচা’র সুপেয় পানি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৬:৩৮:১৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
ড়লেখা পৌর শহরে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশুদ্ধ খাবার (শীতল) পানি ও স্যালাইন বিতরণ করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দ। তিনটি স্পটে কার্যক্রমটি পরিচালিত হয়েছে।
কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথ নিলু প্রমুখ।
সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন জানান, তীব্র তাপদাহে পুড়ছে দেশ, বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। গরমে ঠান্ডা পানি ও স্যালাইনের সংকট মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা এই চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।
স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিসচা সড়ক দুর্ঘটনারোধে প্রতিনিয়ত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। সামাজিক সংগঠনের এই মানবিক উপস্থিতি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।