তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, সিলেটে তাপমাত্রা ৩৬.৫
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:১৪:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: তীব্র গরম আর তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আগের দিনের তুলনায় সিলেটে বেড়েছে তাপমাত্রাও। বৃহস্পতিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ৩৫.৫।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা খুব একটা কমবে না। তবে ১৫ জুন থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
তীব্র এই গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তিতে বসার উপায় নেই। ফ্যানের বাতাসও কিছুক্ষণ পর গরম হয়ে যাচ্ছিল। রান্নাঘর এবং যেসব অফিসে এসি নেই সেখানে যারা কাজ করেন তাদের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়।
এদিকে তাপপ্রবাহ সম্পর্কে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।