চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:৫১:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুন মাসের শেষের দিকে চীন সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। চীনও বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। এরই অংশ হিসেবে ফের চীন সফরে যাচ্ছে বিএনপির উচআচ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দিনক্ষণ প্রকাশ না করলেও জুনের শেষের দিকে প্রতিনিধি দলটি চীন সফরে যাবে বলে জানা গেছে।