ইরানের রেভল্যুশনারি গার্ড ও সেনাবাহিনীর নতুন প্রধান নিয়োগ
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৭:২৯:০৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে জেনারেল আহমেদ ওয়াহিদিকে নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ আলী খোমেনি। খবর বার্তা সংস্থা তাসের। এদিকে নূর নিউজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় মোহাম্মদ বাঘেরির মৃত্যুতে হাবিবুল্লাহ সায়ারিকে ইরানের সেনাবাহিনীর অস্থায়ী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে ইসরায়েলি হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ইসরায়েলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা।
এছাড়া তেহরানে ইসরায়েলি হামলায় আইআরজিসির প্রধান হোসেইন সালামি নিহত হন। ইসরায়েলি হামলায় শহরে বিপ্লবী গার্ডের সদর দপ্তর ক্ষতিগ্রস্থ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ড সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।