নতুন করে ইরানের আরও দুই শহরে ইসরায়েলের হামলা
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৭:৩২:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ইরানের ৮টি শহরে শুক্রবার (১৩ জুন) ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন করে আরো দুই দফা হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের শিরাজ ও তাবরিজ শহর। পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
এর আগেই শুক্রবার দিনের শুরুতে ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিস্তৃত হামলার খবর পাওয়া যায়। এরপর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে নতুন করে হামলার খবর আসে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে, যার মধ্যে আছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রও। তবে এখন পর্যন্ত ইসরায়েল নতুন হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।