শাবি ও সিকৃবি খুলছে কাল
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৯:৫২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন দীর্ঘ ২১ দিনের ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলছে আগামীকাল রোববার (১৫ জুন)। বিশ^বিদ্যালয়ের ওয়বসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। এছাড়া সকল দপ্তরের কার্যক্রমও যথারীতি চলমান থাকবে।
এদিকে ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (১৫ জুন) খুলবে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়। গত ৩০ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ^বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়। বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। এছাড়া সকল দপ্তরের কার্যক্রম যথারীতি চলবে।