শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: খলিলুর
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৯:৫৭:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।
পতিত শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনি রূপরেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে জবাবে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বাচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।