বিশ্ব রক্তদাতা দিবস আজ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ১২:৫৭:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছর ১৪ জুন বিশ্বজুড়ে রক্তদাতা দিবস পালন করা হয়। ‘রক্ত দিন, আশার আলো জ্বালান, একসাথে জীবন বাঁচাই’-এই প্রতিপাদ্যে এবারের বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে।
১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্য রয়েছে। রক্তের গ্রুপ আবিষ্কারক কার্ল লান্ডষ্টাইনারের জন্ম ১৮৬৮ সালের ১৪ জুন। তাই তার জন্মদিনে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। রক্তের গ্রুপ ‘এ, বি, ও, এবি’ আবিষ্কারের জন্য ল্যান্ডস্টেইনারকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।
‘নিরাপদ রক্ত সরবরাহের’ মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবনসংশয়ী সংক্রমণ, যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশ্যে, এসব অজানা বীরের উদ্দেশ্যে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিলেট ইউনিটের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সিলেট অঞ্চলে মাসিক চাহিদার ৪০ ভাগ রক্ত সরবরাহ করে মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র। ৩৫০ জন নিবন্ধিত থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত পরিসঞ্চালন করা হয়। এছাড়াও প্রতিদিন ৭০-৮০ জন রক্তদাতা রক্তদান করেন।