যেসব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ১০:০৮:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে যেন গরমের তীব্রতা আরও বেড়েছে। দেশের ছয় বিভাগের ৩৬ জেলায় বইছে তাপপ্রবাহ। বাকি দুই বিভাগে কম-বেশি বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ নেই। এরই মধ্যে দেশের আট বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের ছয় বিভাগের বেশির ভাগ জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শনিবার চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটসহ দেশের সব বিভাগে কম-বেশি বৃষ্টি হতে পারে। এতে সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে; তা অব্যাহত থাকতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়, ৫ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলা উপজেলায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।