সংস্কৃতি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান : পুলিশ কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৬:৪৪:৪১ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদোন্নতিপ্রাপ্ত) মো. রেজাউল করিম বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব এ কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, সিলেট আধ্যাত্মিক নগরী, পযর্টন নগরী, সম্প্রীতির নগরী। এই সিলেটকে আমি ভুলতে পারবোনা। নাট্য একটা শিল্প যা আপনারা অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয় আকৃষ্ট করতে পারেন।
সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হলে নাট্যশিল্পী, সংস্কৃতিকর্মী ও মিডিয়াকর্মীদের সমন্বয়ে গঠিত সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি সাহেদ মোশারফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সজিব খান, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিষদের বিভাগীয় সদস্য শামসুল বাসিত শেরো, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ (কেন্দ্রীয় কমিটি) এর সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য মারুফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক এখলাছ আহমদ তন্ময়। সাংগঠনিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রমজান আলী। বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী আতাউর রহমান আতা, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আলী রব চৌধুরী, সিনিয়র সদস্য শিপন আহমদ, কামরুল চৌধুরী ও দবিরুজ্জামান দিপু। উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আকরাম আহমদ, অর্থ সম্পাদক জাফর আহমদ রুবেল, প্রচার সম্পাদক মোঃ কামাল, দপ্তর সম্পাদক এইচ এম আয়নুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ আহমদ প্রমুখ। আলোচনা পর্ব শেষে কেক কাটা, সম্মাননা প্রদান এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।