জ্বালানী উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৬:৫০:৫৫ অপরাহ্ন
বাসাবাড়ীতে গ্যাস সংযোগ পাওয়ার দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সিলেট বিভাগের অধিবাসীগণ দেশ ও প্রবাস থেকে দীর্ঘ দিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এহেন অবস্থায় সিলেট বাসীর ন্যায্য দাবী উপেক্ষা করে জ্বালানী উপদেষ্টার অবমাননাকর মন্তব্যে সিলেট বাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
‘কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও বাসাবাড়িতে গ্যাস সংযোগ মিলবে না’ সিলেটে এসে অর্ন্তবর্তীকালীন সরকারের জ্বালানী উপদেষ্টার প্রদত্ত এমন মন্তব্যে সিলেট বিভাগের অধিবাসীগনের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় সিলেট বিভাগের অধিবাসীগণের পক্ষ থেকে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
তিনি আরো বলেন অর্ন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আপনি বলেছেন “কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও বাসাবাড়িতে গ্যাস সংযোগ মিলবে না।” আপনার এই মন্তব্য শুধু দায়িত্বহীন হতাশাব্যঞ্চক নয়, এটি রাষ্ট্রের নাগরিকদের প্রতি দায়িত্বহীন, ঔদ্ধত্যপূর্ণ, দাম্ভিক, অগ্রহণযোগ্য এবং অবমাননাকর মন্তব্য বটে।
তিনি বলেন স্মরণ করিয়ে দিতে চাই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ জনগণের সম্পদ। গ্যাস শুধু শিল্পপতি, বড় বড় কারখানা বা বর্ধিষ্ণু এলিটদের একচেটিয়া সুবিধার বিষয় নয়। সিলেট বিভাগ যেমন দেশকে তৈল, গ্যাস, বালু, পাথর, চা সহ নানা প্রাকৃতিক সম্পদ দিয়ে জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেমনি সিলেট বিভাগের অধিবাসীগণের বাসাবাড়িতে গ্যাস সংযোগ পাওয়া ন্যায্য অধিকার বটে।
মাননীয় উপদেষ্টার উদ্দেশে এডভোকেট আজাদ বলেন যে, আপনি যদি বাস্তব পরিস্থিতির কথা সিলেটবাসীকে বলতেন, গ্যাস উত্তোলনে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা ও প্রাকৃতিক সম্পদ আহরনের পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে অক্ষমতা ব্যাখ্যা করতেন সেটা সিলেটবাসী হয়তো মেনে নিত। কিন্তু “কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও বাসাবাড়িতে গ্যাস মিলবে না” এমন অগ্রহনযোগ্য ও অশোভন ভাষা ব্যবহার করে আপনি আসলে সিলেটবাসী সহ সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করেছেন। আপনার এমন মন্তব্য দ্বারা মনে হচ্ছে রাষ্ট্র জনগণের নয় বরং বিশেষ শ্রেণীর সম্পত্তি। আরো স্মরন করিয়ে দিতে চাই সিলেট বাসী কারো করুনা চায় না, চায় ন্যায্য অধিকার। সত্যিকার অর্থে বৈষম্যের কারণে সিলেট বিভাগের জণগন তাহাদের এই ন্যায্য অধিকার থেকে দীর্ঘ দিন যাবৎ বঞ্চিত হচ্ছে। বিজ্ঞপ্তি