কুড়ারবাজারে যুব জমিয়তের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৭:৩২:৫৩ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন যুব জমিয়তের ঈদ পুণর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার (১৩ই জুন) বাদ মাগরিব ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা আব্দুল ফাত্তাহ সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ আমানীর পরিচালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন অর্থ সম্পাদক হাফিজ মাওলানা গোলাম মোস্তফা সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হিফজুল আমিন খান।
এছাড়া আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কুড়ারবাজার শাখার এর সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সাহেদ আহমদ। উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমান,মাওলানা জামিল আহমদ, হাফিজ সাইহান আহমদ, ফাহমিদ আহমদ,ওলি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি