আগামীতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে : মাওঃ হাবিব
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৮:২০:১৪ অপরাহ্ন
সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে হবে। জামায়াতের একমাত্র লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
কুরআন সুন্নাহের আলোকে জীবন ও রাষ্ট্র পরিচালনার শপথ নিয়ে রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত করতে চায়। ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের মন্ত্রী ও এমপির দায়িত্ব পালনকালে কেউ এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর এটাই জামায়াতের রাষ্ট্র পরিচালনার পন্থা।
তিনি শুক্রবার (১৩ জুন) রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদের সভাপিত্বে ও সেক্রেটারি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা শামসুদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আল ইমরান, সহকারী সেক্রেটারি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সহকারী সেক্রেটারি আমিনুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শিব্বির আহমদ, ছাত্রশিবির সদর দক্ষিণ শাখার সভাপতি লাহিন আহমদ, জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইস্কন্দর আলী, মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক মো. খলিল আহমদ, ইতালী প্রবাসী হাফিজ মাওলানা মিজানুল হক, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মো. ফয়জুল হক, নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান ও মাওলানা এখলাছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাম্মাদ ছাফওয়ান। বিজ্ঞপ্তি