জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:০৩:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পাথর উত্তোলনের দাবীতে সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ীবহর আটকে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। শনিবার সিলেটের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৪ জুন ) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয়রা উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকলে উপদেষ্টাদের গাড়ির বহরের গতিরোধ হয়। এসময় বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ করেন। প্রায় ১০ মিনিট পর পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছেন।
জাফলংসহ সিলেটের সকল পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে এইরকম জায়গায় আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দিবো না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, আমরা কথা বলেছি পর্যটন মন্ত্রণালয়ের সাথে, এইখানে পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের মাধ্যমে যারা পাথর উত্তোলন করেন তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য।
এসময় জলবায়ু, বন ও পরিবেশ এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সিলেটের জাফলংসহ আরও পাঁচটি পাথরকোয়ারি আর ইজারা দেওয়া হবে না। পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাথরশ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তাঁরা।
এ সময় স্থানীয় প্রশাসনকে পাথর উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে আরও কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খুব শিগগিরই অবৈধ সব পাথরভাঙার মিল (ক্রাশার মেশিন) সরিয়ে ফেলার নির্দেশ দেন উপদেষ্টারা।
জাফলং সফরের অংশ হিসেবে পিয়াইন নদীও ঘুরে দেখেন তাঁরা।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো: শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির ও পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ার প্রমূখ।