বড়লেখায় উদ্ধব ঠাকুরের আখড়ায় চুরি, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:০৪:১৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুইটি মন্দিরের স্বর্ণালংকার ও মালামাল চুরির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কাশেমনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আলী নেওয়াজ (২৪) ও সফরপুর গ্রামের আব্দুস শুকুর মাসুকের ছেলে শাহেরুল ইসলাম (২৪)। শনিবার সকালে ওসি (তদন্ত) হাবিবুর রহমান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
চোরেরা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার (১৩ জুন) রাত দুইটা থেকে ভোর পাঁচটার যে কোনো সময় চুরির ঘটনাটি ঘটেছে। চুরির ঘটনায় শুক্রবার দুপুরে আখড়া ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মঞ্জু লাল দে থানায় মামলা করেন।
জানা গেছে, শুক্রবার রাতে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ায় অজ্ঞাত চোরেরা আখড়ার দুইটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে ৩টি স্বর্ণের চূড়া, ২টি স্বর্ণের বাঁশি, ৩টি স্বর্ণের নূপুর, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের তুলশিপাতা, কাসার ঘন্টা, করতাল, বালতি, থালা ও ৪টি পিতলের মূর্তিসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় আখড়া পরিচালনা কমিটির সভাপতি মঞ্জু লাল দে শুক্রবার দুপুরে থানায় মামলা করেন।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, অভিযোগ পেয়েই পুলিশ কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন ও নানা আলামত সংগ্রহ করে। তদন্তে চুরির সাথে সম্পৃক্ততা পাওয়ায় শনিবার সকালে পুলিশ দুই চোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। চোরচক্রের অন্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।