ওসমানীনগরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৭
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:০৬:৫১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আবারো উভয় পক্ষে উত্তজেনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হলেন, আলীপুর গ্রামের আব্দুল মনা(৬০), আশক আলী (৪০), আজির উদ্দিন (৮০), সামছুল ইসলাম (১৮), আব্দুল হক (৪৫), সাব্বির আহমদ (২০), জিলাল খান (৩২)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের আলীপুর জামে মসজিদের কমিটি গ্রামের পঞ্চায়েত দুই মাস পূর্বে বিলুপ্ত করেন। এরপর দাবী উঠে সবার সর্ব সম্মতিক্রমে মসজিদের কমিটি গঠন করা হবে। কিন্তু গ্রামের আশক আলী গং নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠনের প্রস্তুতি নিলে গত শুক্রবার জুময়ার নামাজের পর গ্রামের মুরব্বি তেরাব আলী পক্ষের লোকজনের মধ্যে মসজিদ সংলগ্ন রাস্তায় হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হলে দুই পক্ষে ৭জন আহত হন। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আশক আলী বলেন, এই মসজিদটি আমাদের পাড়ার। তেরাব আলী গংদের আলাদা মসজিদ রয়েছে। তারা আমাদের মসজিদের কমিটিতে ঢুকতে চায়। শুক্রবারে মসজিদের ঈমাম বিদায় ও মসজিদ কমিটি গঠন সংক্রান্ত আলোচনাকালে তারা আমাদের উপর হামলা করে ৬জনকে আহত করেছে।
তেরাব আলী বলেন, এ মসজিদ আমাদের গ্রামের মুরব্বীরা করেছিলেন। এখন আশক আলী গংরা নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করতে চায়। আমাদের দাবী, গ্রামের সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করতে। কিন্তু তারা মানেনি বরং আমাদের উপর হামলা করে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করতে চায়।
ওসমানীনগর থানা ওসি মো. মোনায়েম মিয়া বলেন, মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষ লিখিত অভিযোগ করেছে। উভয়পক্ষ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে থানায় আসবে বলেছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।