বড়শালায় বিদেশী মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:১১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন বড়শালা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বড়শালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, বিমানবন্দর থানাধিন সাহেবের বাজারের কালাগুল এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৯) এবং একই গ্রামের মো. রজব আলীর ছেলে মো. আইয়ুব আলী (৩২)।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার (১৩ জুন) মাদক আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।