জাফলংয়ের ঘটনায় ২ উপদেষ্টার সাদাপাথর পরিদর্শন স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:২৬:৩৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের সাদাপাথর এলাকা পরিদর্শনে আসার কথা ছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের। শনিবার বেলা ১টায় সাদাপাথর এলাকা পরিদর্শনের কথা ছিল তাদের। কিন্তু জাফলং-এ তাদের গাড়ি বহর ঘিরে স্থানীয়দের বিক্ষোভের পর সাদাপাথর পরিদর্শনে আসেননি।
শনিবার সকালে তারা জাফলং ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া) পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে বল্লাঘাট (মামার দোকান) এলাকায় স্থানীয়দের রোষানলে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে উপদেষ্টাদের হরিপুর রিসোর্টে নিয়ে যান।
এদিকে ২ উপদেষ্টার সাদাপাথর পরিদর্শনকে ঘিরে কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ব্যবসায়ী ও শ্রমিকরদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাথর কোয়ারি বন্ধ করে রেখেছেন। বিভিন্ন জায়গায় ব্যবসায়ী ও শ্রমিকরা জড়ো হয়েছিলেন বিক্ষোভ প্রদর্শন করার জন্য। দুপুর ১টায় কোম্পানীগঞ্জ আসার কথা ছিল উপদেষ্টাদের। এর আগ থেকে শ্রমিক ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন উপজেলার বিভিন্ন জায়গায়। তারা সাড়ে ৪টা পর্যন্ত অপেক্ষায় ছিলেন উপদেষ্টাদের।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহার জানান, ১টায় উপদেষ্টারা কোম্পানীগঞ্জ আসার কথা ছিল। কিন্তু জাফলং থেকে হরিপুর হোটেলে গিয়ে তাদের অনেকটা সময় চলে যায়। এর পর ৪টায় সার্কিট হাউসে তাদের একটি মিটিং ছিল। সাদাপাথর আসলে মিটিংএ সময় মতো উপস্থিত হওয়া যেত না তাই হয়তো উনারা আর সাদাপাথর আসেননি। সার্কিট হাউসের মিটিংয়ে উপদেষ্টারা অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।