কোন অজুহাত নয়, অবিলম্বে পাথর কোয়ারি খুলে দিন : জয়নাল আবেদীন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৯:২৯:২৬ অপরাহ্ন
জামায়াতের সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন বলেছেন কোন অজুহাত নয়, কোন আইনি মারপ্যাচ নয়, লাখ লাখ মানুষের জীবন জীবিকার ক্ষেত্র পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিন। তিনি বলেন পাথর কুয়ারীর সাথে জড়িত লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। মানুষের ক্ষুধা, দু:খ, কষ্টকে উপেক্ষা করে বিভিন্ন দোহাই দিয়ে কাদের স্বার্থে কুয়ারীগুলো বন্ধ করে রাখা হয়েছে জাতি জানতে চায়।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে কুয়ারীগুলো বন্ধ করে দেয়া হয়েছিলো। বিভিন্ন অজুহাতে সেগুলো আর খুলে দেয়া হয়নি। আমরা আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতে এই কুয়ারীগুলো দ্রুত খুলে দেয়া হবে কিন্তু এখনো খুলে দেয়া হয়নি। তিনি বলেন যেখানে বৃহত্তর অঞ্চলের মানুষের জীবনের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন সেখানে কোন গড়িমসি বা ব্যাখ্যা-বিশ্লেষণ মানুষ শোনতে চায় না। বৃহত্তর এ অঞ্চলের মানুষের একটাই দাবি অবিলম্বে পাথর কুয়ারীগুলো খুলে দিন।
মো. জয়নাল আবেদীন ১৩ জুন, শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জামায়াত আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তুরাবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার আবুল খায়ের, সাবেক আমীর আজমান আলী। বক্তব্য রাখেন হাফিজ মাসুম আহমদ, মাষ্টার শফিকুর রহমান, ইকবাল আহমদ, জুয়েল আমিন, জুয়েল আহমদ খান, সিদ্দিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি