সম্প্রীতির বার্তায় এনডিএফ সিলেটের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:০৪:০৬ অপরাহ্ন
ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিয়ে ডক্টরস ফোরাম (এনডিএফ), সিলেট প্রাইভেট মেডিকেল কলেজ শাখার ঈদ পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলে সমাবেশে অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী মাওলানা হাবিবুর রহমান।
সৌহার্দ্য-সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা এনডিএফ সভাপতি প্রফেসর ডা. ফজলুর রহমান কায়সার, প্রফেসর ডা. ওয়েছ আহমেদ চৌধুরী, ডা. জাহিদ হোসাইন, অধ্যাপক ডা. আহমদ মাকসুদ হাসান লস্কর, ডা. ফজলুল হক সোহেল, ডা.আশিক আওয়াল, ডা.রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ প্রাইভেট মেডিকেল কলেজ শাখা সভাপতি সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিতর কিংবা ঈদুল আজহা—যে ঈদই হোক না কেন, এটি আমাদের জীবনে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সারাবছরের ব্যস্ততার মাঝে আমরা যখন পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের সাথে দেখা করতে পারি না, তখন ঈদ আমাদেরকে সেই সুযোগ এনে দেয়। এই বিশেষ দিনে সবাই মিলে একত্রিত হওয়াটা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।
আজকের এই মিলনমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আমরা কেবল একে অপরের পরিচিত নই, বরং আমাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। বিজ্ঞপ্তি