গণফোরাম সভাপতি মন্টু আর নেই
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:৩০:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গণফোরামের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
গণফোরাম সভাপতির মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে রাজনৈতিক সহযোদ্ধাদের অনেকেই হাসপাতালে ছুটে আসছেন।
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে ভাঙন সৃষ্টি হলেও গত বছরের শেষ দিকে আবার দলটি এক হয়। গত ৩০ নভেম্বর মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। আর ইমেরিটাস সভাপতি হন ড. কামাল হোসেন।