ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টির সুখবর
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ১০:১৬:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রোববার সকাল থেকেই সিলেটের আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। আছে কয়েক দিনের ভ্যাপসা গরম।
এরই মধ্যে ১০ দিনের দীর্ঘ ছুটি শেষ হয়েছে। সকাল থেকেই কর্মস্থলমুখী মানুষ ও যানবাহনের ভিড় সড়কে। ঘেমে-নেয়ে মানুষ ছুটছে। তবে এর মাঝে সুখবর দিয়ে আবহাওয়া অফিস। তাদের ভাষ্য, আজ সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রাও। ইতিমধ্যে গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার তা সক্রিয় হচ্ছে। আর এ সক্রিয়তার কারণেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, মৌসুমি বায়ু আগের তুলনায় সক্রিয় হয়ে উঠছে। সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আজ বাংলার বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের দ্বিতীয় দিন। নির্দিষ্ট সময়ের অন্তত সাত দিন আগে এবার বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে বাংলাদেশে। এতে সাময়িকভাবে বৃষ্টি বাড়লেও ৮ জুন শুরু হয় তাপপ্রবাহ। এর মধ্যে দেশের প্রায় ৪০ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। মৌসুমি বায়ু থাকার সময় এ পরিস্থিতি স্বাভাবিক নয়। তারপরও এমনটা হয়েছে।