সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:৩০:২২ অপরাহ্ন
সিলেট উন্নয়ন সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী শনিবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে উদযাপন করা হয়েছে।
সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুমিনুর রহমান মঞ্জুর। গীতা পাঠ করেন রকি দেব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলী আকবর রাজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ রোটারিয়ান আতাউর রহমান পীর। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এম শহীদুল ইসলাম, সমাজসেবী রোটারিয়ান সেলীনা চৌধুরী, সিলেট উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডা: এ এ এম শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাহিদ আক্তার রুমা, সহ-সভাপতি রুবি রহমান, শফিউল আলম শফিক, সহ-সাধারণ সম্পাদক আব্দুুল মুমিন লাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব দাস, শাহান আল মাহমুদ খান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হুরায়রা জাবের। উপস্থিত ছিলেন এড. সিরাজ উদ্দিন, শিক্ষানবিশ আইনজীবী ওমর ফারুক, আমিনুর রহমান রাজু, মো. জাকির হোসেন, বিপ্লব কুমার দাস ও মিসবাহুল ইসলাম রাহি প্রমূখ। বিজ্ঞপ্তি