নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:২৬:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক:
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। বাংলাদেশে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরুর কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মো. জহুরুল ইসলাম।
পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১২টা থেকে এই বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩৮ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছে।
জানা গেছে, ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল বাংলাদেশে এই বিদ্যুৎ রপ্তানি করছে।
চুক্তি অনুসারে, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ভারতের ৪০০ কেভি ট্রান্সমিশন গ্রিড ব্যবহার করে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। ভারতের মুজাফফরপুর-বাহারামপুর হয়ে বাংলাদেশের ভেড়ামারা গ্রিড দিয়ে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু থেকে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ১৫ জুন রাত ১২টায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর আগে, গত বছরের ১৫ নভেম্বর চুক্তি বাস্তবায়নের প্রতীকী প্রচেষ্টা হিসেবে একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল।
প্রসঙ্গত, ২০২৪ সালে ১১ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন দেয়। পাঁচ বছর মেয়াদি চুক্তিতে বিদ্যুতের মূল্য ধরা হয় প্রতি ইউনিট ০.০৬৪ ডলার বা ৬.৪ সেন্ট। বাংলাদেশ আগামী পাঁচ বছরের জন্য নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে সম্মত হয়। চুক্তির আগে, বেশ কয়েক বছর ধরেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা চলে। নেপালে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।