গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৫৪:০৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাটে অটোবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট সালুটিকর সড়কের সতি চৌকিদারের বাড়ির মোড়ে।
স্থানীয় সূূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী মোটর সাইকেল এবং বিপরীত দিক থেকে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিজাম উদ্দিন (২৩) ও অপর আরোহী লায়েক মিয়া (২২) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন। আহত লায়েক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত নিজাম নন্দিরগাঁও মানাউরা গ্রামের মৃত আঃ ফাত্তার ছেলে ও আহত লায়েক ঐ গ্রামের জয়াদ আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এখনও মামলা হয়নি। এলাকার লোকজন জানান গোয়াইনঘাটের প্রধান প্রধান সড়কে নিষিদ্ধ অটোবাইক শিশু চালক দিয়ে চলছে। বাড়ছে দুর্ঘটনা আর স্বজন হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখার প্রত্যাশা সাধারণের।