জেলা শ্রমিকদলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৫১:০৪ অপরাহ্ন
সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর হযরত শাহজালাল মাজারে সিলেট জেলা শ্রমিকদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত, আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন, আহবায়ক কমিটির প্রচার ও প্রকাশনা দায়িত্বপ্রাপ্ত মইনুল ইসলাম অপু চৌধুরী, সিলেট মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জেলা আহবায়ক কমিটির সদস্য সুয়েল আহমদ, ওয়াসিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদ রেজা, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সভাপতি আমিরুল ইসলাম, মোগলাবাজার থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেজু আহমদ, জালালাবাদ থানা শ্রমিকদলের সভাপতি দিলোওয়ার আহমদ, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. কালাম আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, শ্রমিকদল নেতা জাবেদ, সোরমান, আব্দুল আহাদ, তাজুল, সেলিম, মো. ফরহাদ আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা এবং শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোরমান আলী হজ পালন শেষে সুস্থ ও নিরাপদে দেশে ফেরার কামনা এবং সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম এর সুস্থতা জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি