জামায়াতের প্রতীকসহ নিবন্ধন দিতে সময় লাগবে: ইসি
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৮:১৪:০৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন গেজেট প্রকাশ করতে সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ইসি কর্মকর্তা জানান, ঈদের ছুটির আগে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন গেজেট প্রকাশের জন্য সবকিছু তৈরি করে রেখেছিলাম। যাতে প্রথম কর্মদিবসে নিবন্ধন গেজেট প্রকাশ করতে পারি। তবে জামায়াতের দাবি তাদের যেন প্রতীকসহ নিবন্ধন গেজেট প্রকাশ করা হয়। এজন্য একটু সময় লাগবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নিবন্ধন ফেরত দেওয়ার। আর তাদের যে প্রতীক ছিল সেটি আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তাদের যে প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তা আমাদের যে নির্বাচনি প্রতীকের তালিকা রয়েছে সেখানে কিন্তু নেই। তালিকায় আনার জন্য দাঁড়িপাল্লাসহ আরও কিছু প্রতীক যুক্ত করে আমরা একটি বিধিমালা করে শীঘ্রই তা আইন মন্ত্রণালয়ে পাঠাবো।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শুধু নিবন্ধনের গেজেট তো আমরা দিয়ে দিতেই পারি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক একসঙ্গে চেয়েছেন। সেক্ষেত্রে দুটি একসঙ্গে দিতে গেলে একটু সময় লাগবে।
ইসির নির্বাচন ব্যবস্থা অনুবিভাগের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, নির্বাচনের জন্য বর্তমানে যে ৬৯টি তফসিলভুক্ত প্রতীক রয়েছে তার মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক নেই। এ দাঁড়িপাল্লা প্রতীকসহ আরও ৩১টি নতুন প্রতীক যুক্ত করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রতীকের সংখ্যা ১০০টি বা এর বেশি বা কম হতে পারে তবে আমরা প্রতীকের সংখ্যা বাড়াব।