সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৯:৫২:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলার ৩টি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের ওসমানীনগর, গোয়াইনঘাট ও জকিগঞ্জের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগরে বৃদ্ধা নিহত : সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল খালেক মোহাম্মদ ফটিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) ভোরে উপজেলার দয়ামীর ইউনয়নের নিজ কুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। রোববার ভোরে ফজরের নামাজ শেষে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কুরুয়া বাজারের দুর্ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে পাশাপাশি গাড়িটি সনাক্তের চেষ্টাও অব্যাহত রয়েছে।
গোয়াইনঘাটে মোটরসাইকেল আরোহী নিহত :
গোয়াইনঘাটে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট সালুটিকর সড়কের সতি চৌকিদারের বাড়ির মোড়ে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন (২৩) ও অপর আরোহী লায়েক মিয়া (২২) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন। আহত লায়েক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত নিজাম নন্দিরগাঁও মানাউরা গ্রামের মৃত আব্দুল ফাত্তার ছেলে ও আহত লায়েক ঐ গ্রামের জয়াদ আলীর ছেলে।
জকিগঞ্জে গৃহবধূ নিহত :
সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ সন্তানের জননী এক নারী নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগ বাসস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসনা বেগম (৫০) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের রকিব আলীর স্ত্রী ও একই উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের শামসুল হকের মেয়ে।
নিহতের আত্মীয় খাদেজা বেগম জানান, চার মেয়ে সন্তানের জননী নিহত হোসনা বেগমের স্বামী অসুস্থ থাকায় তিনি বাড়ির পার্শ্ববর্তী শাহবাগ বাসস্টেশন থেকে মাছ কিনতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে তাকে বিনা ময়নাতদন্তের দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে অভিযুক্ত সিএনজি অটোরিকশা পুলিশের জিম্মায় রয়েছে। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।