লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলে নতুন ৪ বাস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৬:৩০:২১ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলে আরো নতুন চারটি ৬০ সিটের বাস যুক্ত হলো। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা ধারালো ২১টি। রোববার নতুন এই চারটি বাস উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী। এসময় তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরো নতুন চারটি বড় আকাকের বাসের ব্যবস্থা করেছে এ বিশ্ববিদ্যালয়। তিনি এই নতুন বাসগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য ড্রাইভার ও পরিবহন দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব এবং পরিবহন দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা ও ড্রাইভারবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটি পরিবহন দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানের উপস্থাপনায় চারটি নতুন বাস উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান। বিজ্ঞপ্তি