বিজিবি’র সহায়তায় সাদাপাথর বিক্রি! ভিডিও ভাইরাল
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৭:৩৭:০১ অপরাহ্ন
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ:
দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে নৌকায় পাথর বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিজিবি সদস্যদের বিরুদ্ধে। তারা টাকার বিনিময়ে নৌকা দিয়ে পাথর নিতে সহযোগিতা করছেন। বিজিবি সদস্যদের ৫’শ টাকা দিলে তারা এক নৌকা পাথর নিতে সহযোগিতা করেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছেন স্থানীয় সচেতন মহল।
দীর্ঘদিন থেকে স্থানীয় পাথর কোয়ারি ক্যাম্প কালাইরাগ ক্যাম্প ও ১০ নম্বর পোস্টের বিজিবি সদস্যদের বিরুদ্ধে পাথর বোঝাই নৌকা থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর রোপওয়ে বাংকার থেকে পাথর লুটপাট শুরু হয়। তখন থেকেই বিজিবি সদস্যরা প্রত্যক্ষভাবে টাকা নেওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা। প্রথম দিকে নৌকা প্রতি ১ হাজার টাকা নেওয়া হতো। পরবর্তীতে তা ৫’শ, এরপর ৩’শ টাকায় নেমে আসে। গত ১৫ এপ্রিল শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে ফেরার পথে বাংকার এলাকায় হামলার শিকার হন কালাইরাগ ক্যাম্পের ৩ বিজিবি সদস্য। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৪ বিজিবি সদস্যকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। এরপর সরাসরি বিজিবি সদস্যরা বাংকার এলাকায় টাকা নিতে আসতেন না।
এদিকে, রোপওয়ে বাংকারকে ৩ ভাগে ভাগ করা হয়েছিল। পূর্ব দিক কালাইরাগ বিজিবি ক্যাম্প উত্তর ও উত্তর পশ্চিম দিক পাথর কোয়ারি ক্যাম্পে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক ১০ নম্বর পোস্ট তথা কালাসাদেক ক্যাম্পের অধিনে রয়েছে। গত প্রায় ১০ মাসে লুটপাট আর পাথর উত্তোলন করে বিলীন করে দেওয়া হয়েছে রোপওয়ে বাংকার এলাকা। বাংকারের পাথর লুটপাটকারীদের কাছ থেকে যে টাকা উত্তোলন করা হতো তা ৩ ভাগে ভাগ করা হতো বলে জানা গেছে। কালাইরাগের পিচ্চি কামাল, ভোলাগঞ্জের মানিক ও ৩ ক্যাম্পের বিজিবির নৌকার মাঝিরা টাকা কালেকশন করতেন। তাদের নৌকায় বসা থাকতেন বিজিবি সদস্যরা। এ ভাবেই চলত রোপওয়ে বাংকারের পাথর লুটপাটকারীদের কাছ থেকে চাঁদাবাজি।
রোপওয়ে বাংকার ধ্বংসের পর এবার সাদাপাথর থেকে চলছে পাথর লুটপাট। দিনে ও রাতে হরহামেশাই চলছে সাদাপাথর লুট। গত প্রায় ২০ দিন থেকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাদাপাথর লুটপাট বন্ধ করতে রাতদিন টহল দিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ বিজিবি সদস্যরা সাদাপাথর লুটপাট বন্ধ করতে তাদের কোন সহযোগিতা করছে না।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৪ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা রাতে সাদাপাথর লুটপাট বন্ধে টহলে যান। নৌকা দিয়ে সাদাপাথর এলাকায় গিয়ে তারা দেখতে পান বিজিবি সদস্যদের সামনেই শ্রমিকরা পাথর লুটপাট করছে। বিজিবি সদস্যরা তাদের বাধা দেওয়ার পরিবর্তে শ্রমিকদের কাছ থেকে নৌকাপ্রতি ৫’শ টাকা করে নিচ্ছে। এ বিষয়টি নিয়ে পাথর কোয়ারি ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়।
এসময় যুবদলের এক নেতা উপস্থিত বিজিবিদের বলেন- ‘আপনারা এখানে বসে খোশগল্প করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। সকালে আপনারা বাঁশি দিলে সবাই নৌকা নিয়ে সাদাপাথর থেকে সরে যায় এখন কেন যায় না।’ এসময় কয়েকটি পাথর বোঝাই নৌকায় থাকা শ্রমিকদের জিজ্ঞেস করেন এই পাথর কিভাবে নিচ্ছেন? জবাবে শ্রমিকরা জানায় বিজিবি সদস্যদের ৫’শ টাকা দিয়ে তারা সাদাপাথর নৌকায় লোড করেছে। ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান কিছু অসাধু লোক বিজিবি’র নাম ব্যবহার করে অপকর্ম করছে। তারাই আবার শ্রমিকদের ভিডিও করে ছড়িয়ে দিচ্ছে। সাদাপাথর যারা নৌকা দিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনেককে জেল দেওয়া হয়েছে। সাদাপাথর জাতীয় সম্পদ এটা রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।