ধোপাগুলে ৩০ অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৮:১০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় পরিবেশ বিধি লঙ্ঘন করে চালানো ক্রাশার মিলগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে ৩০টি অবৈধ ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসময় ২৬টি বৈদ্যুতিক মিটারও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সাথে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এর একাধিক টিম।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ধোপাগুলসহ আশপাশের এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র (ইআইএ) ও বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চলছিল এসব মিল। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল স্থানীয় পরিবেশ ও কৃষিজমি। পরিবেশ রক্ষার অংশ হিসাবে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি টিমও অংশ নেয়, যারা কন্ট্রোল পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একইসঙ্গে ২৬টি মিলের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এসব মিলের অধিকাংশই প্রভাবশালীদের মালিকানাধীন। তবে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেটের জেলা প্রশাসন।