অধ্যক্ষ হুমায়দীর স্ত্রী’র ইন্তেকাল, দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৮:১৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ ও ইসলামী আরবী ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সহধর্মিণী, জামেয়ার মহিলা বিভাগের শিক্ষিকা মিসেস রুহিনা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (১৬ জুন) ভোর ৬টা ৩০ মিনিটের সময় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।
মরহুমার জানাজার নামাজ সোমবার বিকাল ৩টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে সিলেট নগরীর মানিকপীর (র.) কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে জামেয়ার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
বিভিন্ন মহলের শোক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সহধর্মিণীর ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সিলেট জামায়াতের শোক:
অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সহধর্মিণী মিসেস রুহিনা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীব বলেন, মিসেস রুহিনা বেগম ইসলামী আন্দোলনের শপথের আলোকের কর্মী ছিলেন। তিনি আমৃত্যু দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলে। তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষিকা। তাঁর মৃত্যুতে আমরা একজন আদর্শবান শিক্ষিকা ও দ্বীনের মহিলা দ্বা’য়িকে হারালাম। আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
আনজুমানের শোক :
সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সহধর্মিণী মিসেস রুহিনা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের নেতৃবৃন্দ। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ বলেন, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার মহিলা বিভাগের শিক্ষিকা মিসেস রুহিনা বেগমের ইন্তেকালে আমরা গভীর শোকাহত। আল্লাহ পাক তাঁর যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
উলামা মাশায়েখ পরিষদের শোক :
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সহধর্মিণী, জামেয়ার মহিলা বিভাগের শিক্ষিকা রুহিনা বেগম (৫০) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তা’য়ালা মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করুন। পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনদের সাবরে জামিল ও হায়াতে তাইয়্যিবাহ দান করুন। হেফাযতে রাখুন। আমীন।