বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৯:৪৫:৩৯ অপরাহ্ন
আগামী ২৬ জুন বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় বৈঠকে বিভাগীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এম বেলাল আহমেদ চৌধুরী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা মাসুম আল মাহদি, হাফিজ মনসুর আহমেদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা রেজওয়ান আহমেদ চৌধুরী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান প্রমুখ। বৈঠকে বিভাগীয় সম্মেলন সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি