জকিগঞ্জে নদী ভাঙন রোধসহ ১৫ দাবীতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৯:৪৯:০৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার নদী ভাঙন প্রতিরোধ, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ জনগুরুত্বপূর্ণ ১৫টি দাবীতে সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জনদাবী আদায় পরিষদ জকিগঞ্জ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় শেষে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ জকিগঞ্জের কুশিয়ারা নদীর ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজের অগ্রগতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের নিকট জানতে চান এবং সন্তোষজনক জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে জনদাবী আদায় পরিষদের বেঁধে দেয়া সময়ের মধ্যে ভাঙা ডাইক মেরামত কাজ শুরু করায় সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে ভাঙনকৃত বেড়িবাঁধ মেরামত করতে উপস্থিত পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন।
জনদাবী আদায় পরিষদ-এর সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান ও সেক্রেটারি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ-এর ডাকে আয়োজিত এ মতবিনিময় সভায় বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জমিয়ত ও ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভা ইসলাহ্ সভাপতি কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, মাওলানা জমিল আহমদ আসুক, জেলা কৃষকদল নেতা মুনিম আহমদ, ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌরসভার জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।