এমসি কলেজে ‘বুটক্যাম্প সিলেট’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৮:৩৬:১১ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি :
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ প্রকল্প কর্তৃক নির্মিত কোর্সের ‘বুটক্যাম্প সিলেট’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলেজের নতুন দশতলা ভবনের চতুর্থ তলার আইসিটি এন্ড স্মার্ট রুমে এই ক্যাম্পের উদ্বোধন করেন এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং অনলাইন কোর্সের সাথে পরিচিতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আকমল হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান যুগে শিক্ষার্থীদেরকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে চলতে হয়। তথ্যপ্রযুক্তিতে যাদের দক্ষতা রয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকে। নিজেকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে, এটা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই নিজ সাফল্য অনেকটা এগিয়ে থাকবে শিক্ষার্থীরা। এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে আরো দক্ষ করে তুলতে পারবে।
এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই ক্যাম্পে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কে এম আশফাকুল আশেকীন।
এই আইসিটি ক্যাম্পে কয়েক শতাধিক শিক্ষার্থী ৫০ কোর্সের ফ্রি রেজিস্ট্রেশন করেন এবং তাদেরকে একটি কলম ও খাতা উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রদর্শিত কিউআর কোড এবং বিভিন্ন কোর্সের তালিকা থেকে জানা যায়, দীক্ষা-মুক্তপাঠ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন টেক বিষয়ক কোর্স যেমন- ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালাইসিস, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, এপিআই ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্স বিনামূল্যে সম্পন্ন করতে পারবে। কর্পোরেট স্কিল কোর্সের মধ্যে ছিল ইনোভেশন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।