নজরুল ও ফররুখ স্মরণে সৃজন সাহিত্য সংঘের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৮:৩২:৩২ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রেনেঁসার কবি ফররুখ আহমদ স্মরণে সৃজন সাহিত্য সংঘের উদ্যোগে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে নগরীর নয়াসড়কস্থ একটি বাসায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৃজন সাহিত্য সংঘের সভানেত্রী আমিরা বেগমের সভাপতিত্বে ও সেক্রেটারী জাকিয়া নূরী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট কবি ও লেখিকা রাজিয়া নিলুফা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক নঈমা মাসুদ নিলা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃজন সাহিত্য সংঘের উপদেষ্টা ফৌজিয়া রহমান শিউলি। কবিতা আবৃত্তি করেন সৃজন সদস্য রুবিনা আক্তার। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সবভায় নজরুল গীতি পরিবেশন করেন দিনারা খাতুন। বিজ্ঞপ্তি