জুলাই আন্দোলনে হামলাকারী আ’লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৮:৩৭:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলাকারী আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম নগরীর কাজলশাহ এলাকার ৭৬ নং বাসার মৃত আলা উদ্দিনের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালানোর বিষয়টি তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসি টিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে জসিমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।