বিজিবির হাতে সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৮:৩৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের পৃথক সীমান্তে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (১৬ জুন) রাতে ও মঙ্গলবার (১৭ জুন) ভোরে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাইপণ্য এবং পশু জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এসব মালামাল জব্দ করে।
মঙ্গলবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার তামাবিল, প্রতাপপুর, পান্তুমাই, বিছনাকান্দি, দমদমিয়া, বাংলাবাজার বিওপির জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ ২ হাজার ৬ শ টাকার ভারতীয় শাড়ি, ব্লেড, স্ক্রিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ী-পোনা এবং বাংলাদেশ হতে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যের ব্যাপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধিন।