সিলেটে করোনা শনাক্তে প্রস্তুত ৩ আরটি-পিসিআর ল্যাব
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ১১:৪১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : করোনা মহামারী শুরুর প্রায় দুই বছর পর সিলেটে ফের করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্টের সন্ধ্যান মিলেছে। চলতি জুন মাসের শুরুর দিকে দুজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। করোনা নমুনা পরীক্ষার জন্য পূর্বের তিনটি আরটি-পিসিআর ল্যাবকে ফের প্রস্তুত করা হয়েছে।
এছাড়াও করোনা রোগীদের চিকিৎসায় সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতাল খ্যাত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। এর বাইরে করোনার পরীক্ষার কিটসহ সব সরঞ্জামাদি সরবরাহ ও প্রস্তুত করে রাখা হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, করোনার নমুনা পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থা সীমান্তিকে আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। তবে বর্তমানে নমুনা পরীক্ষার চাহিদা কম থাকায় শুধুমাত্র ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা চলবে। রোগী বাড়লে বাকি দুটি ব্যবহার করা হবে। আপাতত করোনা আক্রান্তদের চিকিৎসায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একটি ওয়ার্ড সংরক্ষিত করে রাখা হয়েছে। পরে রোগী বাড়লে ওয়ার্ড আরও বাড়ানো হবে।
সম্প্রতি সিলেটে দুজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুজন বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৮০ বছর বয়সী এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অপরজন একজন নারী। তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, আপাতত রোগী কম থাকায় শামসুদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। উক্ত হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা সেবাও চলমান থাকবে। পরবর্তীতে করোনা রোগী বৃদ্ধি পেলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।