সিলামে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৬:৩৬:৪০ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভূমি সিলাম ইউনিয়নে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় সিলাম ইউনিয়নের নিজ সিলাম পয়েন্ট প্রাঙ্গণে সিলাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা।
ডা. জুবাইদা রহমান সিলাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও প্রাক্তন যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জ্যেষ্ঠ কন্যা। তিনি একজন চিকিৎসক, সমাজসেবী এবং জাতীয় পর্যায়ের গুণী ব্যক্তিত্ব হিসেবে দেশব্যাপী পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য তাজরুল ইসলাম তাজুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন।
সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে এবং পাবেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলাউদ্দিন আলাই, আপ্তাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, ময়নুল ইসলাম মঞ্জু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নুরুল আমিন দুলু, মোতাহির হোসেন জুনেদ, মোঃ রাসেল হোসেন, আলতাফ হোসেন, রায়হানুল হক, অলিউডর রহমান, আরিফ চৌধুরী, আল আমিন, আবু সালেহ, শাহ অলীদ, ইসলাম উদ্দিন, সৈয়দ রাসেল রহমান, সৈয়দ জুয়েল শাহরিয়ার, আনহার আহমদ, মাছুম মেম্বার, আনোয়ার মিয়া, তারেক আহমেদ, আব্দুল কাদির শাইজলা, কয়েছ আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গুলজার মসজিদে ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি