নগরীতে সন্ত্রাস চাঁদাবাজি বরদাশত করা হবে না: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৬:৩৪:০৮ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগরীতে কোন ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজি বরদাশত করা হবে না। তিনি আইনশৃংলা বাহিনীকে কঠোর হস্তে তা দমনে এগিয়ে আসার আহবান জানান।
তিনি মঙ্গলবার রাতে নগরীর শেখঘাট অস্থায়ী কেন্দ্রীয় জামে মসজিদে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় নগরীর ব্যস্ততম এলাকা জিতু মিয়ার পয়েন্টে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় জড়িত পলাতক ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তার এবং সিটি করপোরেশনের ১০, ১১ এবং ১২ নং ওয়ার্ডের সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি