ডা. জুবাইদার জন্মদিনে গোলাপগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৬:২৮:৫২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ডা. জুবাইদা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন মানবিক, শিক্ষিত ও প্রজ্ঞাবান নেতৃত্বের প্রতীক। তাঁর কর্মময় জীবন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।
আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ডা. জুবাইদা রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। আমরা আশা করি, এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও প্রজন্মকে সচেতন করতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকটে যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে, তখন ডা. জুবাইদা রহমানের মতো শিক্ষিত, সুদক্ষ ও জনবান্ধব নেতৃত্বই এই জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।
তিনি বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম গাছ তথা জিয়া ট্রি রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ব্রিস্টল সিটির সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, জেলা যুবদল নেতা লায়েছ আহমদ, নাসির উদ্দিন আবেদ, অলিউর রহমান, মুরাদ আহমদ, মিজান আহমদ ও সাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি