মৌলভীবাজার সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৭:১৮:০৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে এই আয়োজন সম্পন্ন হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ। এছাড়াও, কলেজ শাখা সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আরাফাত রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ এবং অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।