ডা. জুবাইদার জন্মদিনে মহিলা দলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৭:১৯:৩৩ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও সিলেটের কৃতিসন্তান ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। বুধবার বিকেল ৪টায় নগরীর উপশহর এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না ও জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলি, জেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, জলি পুরকায়স্থ, রোমানা বেগম, মনোয়ারা বেগম, রিমা বেগম, রুশনা বেগম, রাজনা বেগম, বাবলী বেগম, তান্নি বেগম, রায়হানা, বেগম, সোহানা বেগম, আয়শা খাতুন, আলিমা বেগম ও মনোয়ারা বেগম প্রমূখ। বিজ্ঞপ্তি