কোম্পানীগঞ্জে ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৭:১৪:১৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ভাঙ্গার মিলে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার বেলা ১২টায় উপজেলার পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহারের নেতৃত্বে অভিযানে পল্লী বিদ্যুৎ, পুলিশ ও আরএনবি সদস্যরা অংশ নেন।
জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট সফরকালে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পাথর ভাঙ্গার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এরপর সিলেটের বিভিন্ন এলাকার ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুননাহার জানান অবৈধ পাথর ভাঙ্গার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এত ক্রাশার মিলে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন এটা বিদ্যুতের কর্তৃপক্ষ বলতে পারবে।