জৈন্তায় মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৭:১৪:৫৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাইপথে আসা ৮৯ বোতল ম্যাকডুয়েলস ব্রান্ডের মদসহ ১জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানিনগর গ্রামে অভিযান পরিচালানা করে জৈন্তাপুর সীমান্তের টিপরাখলা এলাকা দিয়ে ভারত হতে নিয়ে আসা মাদকসহ একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক হওয়া ব্যক্তি নিজপাট উজানীনগর গ্রামের খোকা মনি দত্তের ছেলে নিপুল মনি দত্ত (৪৫)। তার সাথে থাকা অপর মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ভারতীয় মদসহ ১জন আটকের বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতসহ পলাতকদের আসামি করে জৈন্তাপুর মড়েল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়। পলাতকদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।