জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৮:০৬:৫৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে বর-কনেকে বহনকারী মাইক্রোবাস গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর-কনেসহ ৭/৮ জন বরযাত্রী আহত হয়েছেন। তন্মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকাল ৪ টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস সংলগ্ন হানিফগ্রাম এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৮) জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউপি’র হাসিতলা (লাড়িগ্রাম)-এর মৃত শফিকুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপি’র বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সাথে একই উপজেলার কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তার-এর স্থানীয় সোনাসার সৌদিয়া কমিউনিটি সেন্টারে বিয়ে শেষে বরের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর ও কনেকে বহনকারী মাইক্রোবাস হানিফগ্রাম দারুল ফয়েজ মাদ্রাসার সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় বর ও কনেবাহী গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে বর-কনেসহ ৭/৮ জন বরযাত্রী আহত হন। বরের গাড়িতে থাকা ছোট্ট একটি মেয়ে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত টমটম চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।